কড়িহাতা ইউনিয়নের ভবনের একটি কক্ষে কৃত্রিম প্রজনন কেন্দ্রের অফিস রয়েছে । অফিসের দায়িত্বে রয়েছেন এক জন স্বেচ্ছাসেবী কর্মী । অত্র এলাকার স্থাযীবাসিন্দা মো: মফিজ উদ্দিন কে সরকারীভাবে নিয়োগ দেওয়া হইয়াছে । এখানে এলাকার গাভীকে নিয়ে আসা হয় উন্নতজাতের বীজ দেওয়ার জন্য । তাহাকে স্বেচ্ছাসেবী কর্মী বলা হয় । সপ্তাহে ০৬ দিন নিজ কায্র্যলয়ে বসেন । ০৩ প্রকারের উন্নজাতের গাভীর বীজ দেওয়া হয় ।
এই বীজ উপজেলা প্রানী সম্পদ অফিস হইতে সঙগ্রহ করে থাকে । প্রতি বীজে নির্ধারিত ফি প্রদান করিতে হয় । এই স্বেচ্ছাসেবীকে এন এ টি পি প্রকল্প এর অওতায় সিল কর্মী হিসাবে এলাকা দায়িত্ব পালন করে থাকেন ।কমিউনিটি এক্ট্রটেনসা এজেন্ট ফর লাইফ স্টক । নির্ধারিত দিনে সকাল ০৯ টা হইতে বিকাল ০৫ টা পর্যন্ত অফিসে কাজ করে থাকেন।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নাম্বার: ০১৭১৯৬০২৮০৯।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস